
গাইবান্ধার গোবিন্দগঞ্জ
উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ছায়েদ আলী (৬২) ও জামাতা সাজু মিয়ার (৪০) মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা
ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ
উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিকাপুর গ্রামের ছায়েদ মিয়া (৬৩) ও তাঁর জামাতা সাজু মিয়া
(৪০)।
স্থানীয়রা জানান,
বাড়ির উঠান থেকে ধানমাড়াইয়ের মেশিন ঘরের বারান্দায় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জামাতা
সাজু মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে শ্বশুর ছায়েদ
আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দু’জনেরই মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা
পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’
গোবিন্দগঞ্জ থানার
এসআই সঞ্জয় কুমার বলেন, ‘অভিযোগ না থাকায়
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’